ব্যাংক খাতের ৩ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। ব্যাংকগুলো হলো: সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসি।
ব্যাংক এশিয়া পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪০ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ টাকা ৩২ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা।
সিটি ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।স্টক ব্রোকারেজ পরিষেবা হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৮৫ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৮৭ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৬০ পয়সা।
প্রাইম ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৬৮ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ টাকা ৪৬ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ২৯ পয়সা।

