শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের বর্তমান অবস্থা পর্যালোচনা ও করণীয় সম্পর্কে মতবিনিময়ের জন্য এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এতে বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধি, পুঁজিবাজার বিশ্লেষক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ প্রমুখ উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত সম্ভাবনা’ শিরোনামের ওই সভা অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনও এতে বিশেষ অতিথি থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান। বিএমবিএ জানিয়েছে, অনুষ্ঠানে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি এবং আগামী সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।