city lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে। কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যু করে ৪৬ কোটি ৯ লাখ টাকা মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর নামে এই শেয়ার ইস্যু করা হবে। আইএফসি ২৮.৩০ টাকা দরে সিটি ব্যাংকের ৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩ টি শেয়ার কিনছে। আর এতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে প্রিমিয়াম দিতে হয়েছে ১৮.৩০ টাকা । এ শেয়ার ক্রয়ের ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ মালিকানা ধারণ করবে প্রতিষ্ঠানটি।

উল্লিখিত শেয়ার ইস্যু করে সিটি ব্যাংক ১৩০ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১৩৪ টাকা পাবে। এর মধ্যে ৪৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৩৩০ টাকা যাবে পরিশোধিত মূলধনে। বাকী ৮৪ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৭৮৪ টাকা জমা হবে প্রিমিয়াম একাউন্টসে। আর নতুন শেয়ার ইস্যুর ফলে সিটি ব্যাংকের পরিশোধিত মূলধন ৮৭৫ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৩১০ টাকা থেকে বেড়ে ৯২১ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৬৪০ টাকায় উন্নীত হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি শেয়ার কেনা-বেচা ইস্যুতে আইএফসি ও সিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়। গত ২৪ মার্চ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা চুক্তি অনুসারে শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করে। এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করে সিটি ব্যাংক। আর গত ২ জুন প্রস্তাব অনুমোদন করে বিএসইসি।

এছাড়াও চুক্তিতে সিটি ব্যাংক সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য ২ কোটি মার্কিন ডলার যা বাংলদেশী মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) আইএফসির কাছ থেকে ঋণ হিসাবে গ্রহণ করবে। ৬ মাসের লাইবর (লন্ডন ইন্টারন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ রেট)এর চেয়ে ২.৭৫ শতাংশ বেশী হারে এ সুদের হার কার্যকর হবে।

৩ বছরের মধ্যে সুদসহ ঋণের টাকা পরিশোধ করবে সিটি ব্যাংক। তবে ঋণের এ টাকা আংশিক বা পুরোপুরি ব্যাংকের সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে আইএফসি। এক্ষেত্রেও প্রতিটি রূপান্তরযোগ্য প্রতিটি শেয়ারের ২৮.৩০ টাকা দর হবে বলেও জানানো হয়েছিল। এদিকে, ৪৯২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটি আগামী ১৮ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই এজিএম আহ্বান করেছে।

জানা যায়, আগামী ২৮ জুলাই সকাল সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাব, ক্যান্টনমেন্টে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সিটি ব্যাংক ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।