dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ১১ পয়েন্ট।

তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৮৪ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ২ দশমিক ৭৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ন্যাশনাল ফিড, একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক এক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইবনেসিনা, আমান ফিড, স্কয়ার ফার্মা এবং হামিদ ফেব্রিক্স।

অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ৯৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৮৪ লাখ টাকার বেশি।

আজ সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ০৯ পয়েন্ট কমে ৮ হাজার ১৬৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ৪২ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, অলিম্পিক এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার,  ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, জিপিএইচ ইস্পাত,   লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্সটাইল এবং গ্রামীণ ফোন।