far chemicalশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পূর্ব ঘোষণা অনুযায়ী জমি কিনেছে। কোম্পানিটি চতুর্থ দফায় ৪০ ডেসিমেল জমি কিনেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ এই জমি কিনতে কোম্পানির মোট ৬৮ লাখ ৮৮ হাজার ৪৮০ টাকা খরচ হয়েছে। কোম্পানিটি ডাইস ও কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের জন্য এ জমি কিনেছে।

উল্লেখ, একই কারণে কোম্পানিটি প্রথম দফায় ২৭ ডেসিমেল জমি কিনে। দ্বিতীয় দফায় ২০ দশমিক ১২ ডেসিমেল এবং তৃতীয় দফায় ২৬ দশমিক ৬৪ শতাংশ জমি কিনেছে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।