শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি ইপিএস ও লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির মধ্যেআইসিবি ইসলামিক ব্যাংক ও আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ইপিএস বোর্ড সভার তারিখ ঘোষণা করলেও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সুত্রে জানা গেছে। কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৪০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। জানা যায়, সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করা হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জুলাই বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।