dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন ক্যাপিটাল মেশিনারি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  বায়ো-রাসায়নিক বর্জ্য শোধনাগার থেকে জৈবিক বর্জ্য শোধনাগারে রূপান্তরের জন্য ইউরোপিয়ান কমিউনিটি থেকে ডিসচার্জ উইথ লামেলা প্যাকেজ ক্লালাফিয়ার নামে এ মেশিন আমদানি করবে কোম্পানিটি। যার মূল্য হবে ৪ লাখ ৪৫ হাজার ইউরো।

আর এ  মেশিনারি ক্রয়ের জন্য পূবালী ব্যাংকের কাছ ঋণ নেয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্যারামাউন্ট  টেক্সটাইলের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৬৪ লাখ টাকা।