শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ জানিয়েছে কাঁচামালের জটিলতার কারণে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। রোববারকোম্পানিটি এই সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কার্যকরী মূলধনের অভাবের কারণে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হবে। স্থানীয় সরবরাহকারীরা সময়মতো ঋণের কাঁচামাল (রজন) সরবরাহ করে না যার ফলে কোম্পানিটির ক্রমাগত ঘাটতি হচ্ছে। কাঁচামাল স্টক কার্যকরী মূলধনের ব্যবস্থা এবং কাঁচামাল (রজন) সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন কার্যক্রম আবার শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি।