dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১ শতাংশ বা ১৪৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসইতে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছিল।

যার পরিমাণ বুধবার হয়েছে ৩২৩ কোটি ৩১ লাখ টাকার। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪২০.৪৩ পয়েন্টে। যা আগের দিন ১.৫৮ পয়েন্ট বেড়েছিল।  ডিএসইতে ৫৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

আগের দিনের ন্যায় বুধবারও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ারে। এ কোম্পানির ৩০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।

লেনদেনে এরপর রয়েছে— শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ২৪.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২৭২.৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকার। লেনদেন হওয়া ২২৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।