শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবস সুচকের উঠানামার মধ্যে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে বস্ত্র খাতের শেয়ারের একক প্রাধান্য লক্ষ্য করা গেছে। অধিকাংশ বস্ত্র খাতের শেয়ারের দর বাড়ছে। দর বাড়ার তালিকায় রয়েছে বস্ত্র খাতের শেয়ার।
আজ বেলা সাড়ে ১২.৫০ টা পর্যন্ত ডিএসইতে ১৮১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির। আর দর কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।