শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে সুচকের উর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেনের শুরুতে সুচকের উর্ধ্বমুখী প্রবনতার সাথে সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়তে থাকে। তবে টানা দরপতনের পর আজ সুচকের কিছুটা উর্ধ্বমুখী প্রবনতা দেখা দিলো।
সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে এ সময়ে লেনদেনে রয়েছে আগের দিনের তুলনায় কিছুটা গতি। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১২ কোটি টাকা।
রোববার দুপুর ১২ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৮৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৫ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর। এ সময়ে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১১২ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।
এর আগের কার্যদিবস অর্থাৎ রোববার এ সময়ে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪২৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১০৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৬২ পয়েন্টে। এ সময়ে টাকার অংকে মোট লেনদেন হয়েছিলো ১০২ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকা।