ব্র্যাকে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ব্র্যাকে বেশকিছু পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট চার ধরনের পদে চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ দেবে তারা। দেখে নিন পদগুলো সম্পর্কে বিস্তারিত-
কোয়ালিটি কন্ট্রোল- হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড সার্ভিসেস
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে এলএলবি অথবা এলএলএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া অপরাধী বিচার সংক্রান্ত কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন সর্বসাকল্যে ৩০ হাজার টাকা। ব্র্যাক হেড অফিসের এ পদটিতে আবেদন করতে পারবেন শুধু অনূর্ধ্ব ৪০ বছর বয়সের প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে ১৬ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
প্রোগ্রাম ম্যানেজার- হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড সার্ভিসেস
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে এলএলএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে। আবেদনকারীদের অপরাধী বিচার সংক্রান্ত কাজে চারবছরের অভিজ্ঞতা থাকতে হবে।
হেড অফিসের এ চাকরিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীরা। নিয়োগের পর বেতব দেওয়া হবে ৫০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে ১৬ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
মেডিকেল অফিসার- ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম
এমবিবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবনে মেডিকেল অফিসার পদে। প্রার্থীদের অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। তবে পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। পদটিতে নিয়োগ দেওয়া হবে কিশোরগঞ্জের ইটনায়।
নিয়োগপ্রাপ্তরা আলোচনাসাপেক্ষে নির্ধারিত বেতনসহ পাবেন ভাতা ও অন্যান্য সুবিধা। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে ১৪ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
ম্যানেজার – ইআরপি ইমপ্লিমেন্টেশন, আইটিসি
সিএস, আইটি বা এ সংশ্লিষ্ট বিষয়ে (গণিত, পদার্থবিদ্যা, প্রকৌশল) বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা আলোচনাসাপেক্ষে নির্ধারিত বেতনসহ ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
ঢাকার অভ্যন্তরে ব্র্যাকের হেড অফিসে নিয়োগ দেওয়া হবে পদটিতে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে ১৫ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।