শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: কর কমিশনারের (আপীল) কার্যালয়, কর আপীল অঞ্চল-৩ এ ৫টি পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৯ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের (আপীল) কার্যালয়, কর আপীল অঞ্চল-৩
পদের বিবরণ
বয়স: ১৯ জুন ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনপত্র সংগ্রহ: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল-৩, ২য় ১২ তলা সরকারি অফিস ভবন, ৫ম তলা, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০১৬
সুত্র: কালের কন্ঠ