শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা্: বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একেবারেই ন্যূনতম যোগ্যতায় এই পদটিতে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ফাইন্যান্স, অ্যাকাউন্টিং , ম্যানেজমেন্ট, অর্থনীতি, জনপ্রশাসন এবং ব্যবসায় প্রশাসন থেকে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার পদে। পাশাপাশি প্রার্থীদের ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানে দুইবছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৯ এপ্রিল-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
কর্মস্থল
পদটিতে ঢাকাসহ দেশের যেকোনো জেলা শাখায় নিয়োগ দেওয়া হবে ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ৯ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।