ফাতেমা বেগম, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের দর লভ্যাংশ ঘোষনার প্রথম দিনই কমে গেছে। ফলে্ ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের আস্থা নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
লভ্যাংশ প্রস্তাবের দিন সাধারণত কোম্পানির শেয়ারের দর কিছুটা হলেও বাড়তে দেখা যায় কিন্তু এই কোম্পানির বেলায় ঘটেছে তার উল্টো ঘটনা। বাড়ার বদলে প্রতিটি শেয়ারের দর কমে গেছে ৭০ পয়সা। এর আগে আজ সকালে কোম্পানিটির পক্ষ থেকে ২০১৫ সালের জন্য ১২ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে।
যার মধ্যে ৭ শতাংশ বোসান এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির শেয়ারের বাজার দর লক্ষ করলে দেখা যায়, দিন শেষে এ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি হয়েছে ১৪ টাকা ২০ পয়সায়। গতকাল যার দর ছিলো ১৪ টাকা ৯০ পয়সা।
লভ্যাংশ পাশ করার জন্য ২৮ এপ্রিল গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে কোম্পানিটি। এই জন্য কোম্পানিটির শেয়ারের রেকর্ড ডেট ধরা হয়েছে ১১ এপ্রিল। ৩১ সিডেম্বর ২০১৫ পর্যন্ত এ প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পযসা।