শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রায় ৩৯ গুণ আবেদন জমা পড়েছে। ফেস ভ্যালুতে আইপিও’র মাধ্যমে অর্থ সংগ্রহ করা কোম্পানিটিতে প্রায় ৭০০ কোটি টাকার আবেদন জমা পড়েছে বলে কোম্পানির সচিব মাসুদ রানা শেয়ারবার্তা ২৪ ডটকমকে কে এ তথ্য জানান।
সূত্র জানায়, ইস্যু ম্যানেজারের প্রদত্ত তথ্যানাযায়ী এখন আইপিওতে প্রায় ৭০০ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা আইপিও’র মাধ্যমে উত্তোলিত অর্থে প্রায় ৩৯গুন। তবে, এখন পর্যন্ত হিসাব চূড়ান্ত হয়নি। ইস্যু ম্যানেজার হিসাব চূড়ান্ত করলে তা বাড়তেও পারে কিংবা কমতেও পারে। তবে, বেশি পরিবর্তন হবে না বলে জানান তিনি।
প্রসপেক্টাসের তথ্যানুযায়ী, আইপিও’র মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৭৭ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তলন করবে কোম্পানিটি। উত্তোলিত টাকা থেকে কোম্পানিটি এফডিআরে বিনিয়োগ, ট্রেজারি বন্ড ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
২০১৪ সালের শেষ হওয়া সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিরণী অনুযায়ী এক্সট্রাঅর্ডিনারি ইনকাম ব্যাতীত শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা ও নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৫.৬৫ টাকা। এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।