rod-sowশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অক্টোবর মাসে রোড শো আয়োজন করছে ৬ কোম্পানি। কোম্পানিগুলো বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে টাকা উত্তোলন করবে। এসব কোম্পানি এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) খসড়া প্রসপেক্টাস জমা দিয়েছে।  সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেল্টা হসপিটাল লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস, এ্যাসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড ও রানার অটোমোবাইলস।

জানা গেছে, কোম্পানিগুলোর রোড শোতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে আগামী ৯ অক্টোবর রোড শো করবে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানটির খসড়া প্রসপেক্টাস বিশ্লেষণে দেখা যায়, ৩০ জুন ২০১৬ হিসাববছরের আর্থিক প্রতিবেদনে বাজারে আসতে চায় কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির বিক্রির পরিমাণ ছিল ৮২ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা।

কর-পরবর্তী আয় হয়েছে সাত কোটি ৫৯ লাখ ১৩ হাজার টাকা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৬৮ পয়সা। বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক ২০০১ সালে যাত্রা শুরু করে।

২০১০ সালের ২৪ জুন কোম্পানিটি পাবলিক লিমিটেডে রূপান্তর হয়। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ২৮ কোটি ছয় লাখ টাকা। ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এফসিএ বলেন, ‘কোম্পানিটি মূলত পিপি ওভেন ব্যাগ উৎপাদন করে। উৎপাদন করা তিন ধরনের ব্যাগের মধ্যে রয়েছে সিমেন্ট ব্যাগ, হোয়াইট ব্যাগ ও এফআইবিসি ব্যাগ।

জাম্বু ব্যাগ হিসেবে পরিচিত এফআইবিসি ব্যাগ শতভাগ রপ্তানিমুখী। বিদেশে এ ব্যাগের চাহিদা অনেক বেশি। এ বিপুল চাহিদা সামনে রেখে কোম্পানি এফআইবিসি ব্যাগ তৈরির অন্য আরেকটি ইউনিট স্থাপন করছে, যেটা কোম্পানির দ্বিতীয় ইউনিট নামে পরিচিত।’

ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে আসতে রোড শোর সব আয়োজন প্রায় সম্পন্ন করেছে কোম্পানিটি। আগামী ১৮ অক্টোবর এ রোড শো অনুষ্ঠিত হবে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ রোড শো অনুষ্ঠিত হবে।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

ডেল্টা হসপিটাল লিমিটেডের রোড শো হবে ৬ অক্টোবর। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট হোটেলের সেলিব্রেশন হলে সন্ধ্যা ৭টায় এ রোড শো অনুষ্ঠিত হবে। জানা গেছে, ৩০ জুন ২০১৬ হিসাববছরের আর্থিক প্রতিবেদনে বাজারে আসতে চায় কোম্পানিটি।

আলোচিত সময়ে কোম্পানির ইপিএস হয়েছে এক টাকা ৮৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ৪০ টাকা। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের জন্য ২৪ অক্টোবর রোড শো করবে পপুলার ফার্মাসিউটিক্যালস। এদিন সন্ধ্যা ৭টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চায় এ্যাসকোয়ার নিট কম্পোজিট। এজন্য রোড শোর আয়োজন করছে অক্টোবরে।

তবে এখনও দিনক্ষণ ঠিক করতে পারেনি পোশাক খাতের এ কোম্পানিটি। এ্যাসকোয়ার নিট কম্পোজিটের ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আর রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

জানা গেছে, রাজধানীর অদূরে কাঁচপুরে উৎপাদন কার্যক্রম চালানো এ কোম্পানিটি পুঁজিবাজার থেকে প্রায় ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাজারে আসছে তারা। উত্তোলিত টাকা দিয়ে ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় ইউনিট করবে কোম্পানিটি।

একই পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চায় দেশীয় অটোমোবাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। ১৯ অক্টোবর সোনারগাঁও হোটেলে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।