dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টানা সুচকের দরপতনে বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা ফের বাজারের ভবিষ্যত নিয়ে দু:চিন্তায় পড়েছেন। কারন পুঁজিবাজারের একটানা দরপতন যেমন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়, তেমনি একটানা দরবাড়া স্থিতিশীল বাজারের লক্ষন নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৭ কার্যদিবস মূল্যসূচকের পতন হয়েছে। এ সময়ে ৬১.১৯ পয়েন্ট কমেছে।

যা ৭ দিনের গড়ে প্রতিদিন ৮.৭৪ পয়েন্ট করে কমেছে। গতকাল লেনদেনের মাধ্যমে ডিএসইতে এ পতন হয়েছে। একইসাথে ক্রমানয়ে কমছে আর্থিক লেনদেনের পরিমান। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ০.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫৩৪.০৪ পয়েন্টে। এর আগে ২৮ আগস্ট ১৯.৭২ পয়েন্ট, ২৪ আগস্ট ৯.৪১ পয়েন্ট, ২৩ আগস্ট ১৪.১৬ পয়েন্ট, ২২ আগস্ট ১.১৮ পয়েন্ট, ২১ আগস্ট ৬.০৫ পয়েন্ট ও ১৮ আগস্ট ১০.১৬ পয়েন্ট কমেছিল।

মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে আর্থিক লেনদেনও কমেছে। সোমবার ৪৬৫ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ ২৮ আগস্টে ৪৬৫ কোটি ৫২ লাখ, ২৪ আগস্টে ৪৯৬ কোটি ১৩ লাখ ও ২৩ আগস্টে ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা ছিল। ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৫টি’র দর কমেছে ও ৪৯টি’র দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএল বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে— ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, আল-হাজ্ব টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেম, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, এপেক্স ফুডস ও মিথুন নিটিং।

এদিকে ডিএসইতে মূল্যসূচকের পতন হলেও সিএসইতে বেড়েছে। তবে কমেছে আর্থিক লেনদেন। এদিন সিএসই’র সিএসসিএক্স মূল্যসূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭৫.৯৩ পয়েন্টে। তবে আগেরদিন এ সূচক কমেছিল ৪৭.৯৪ পয়েন্ট। সিএসইতে ১৯ কোটি ৭১ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ২৩ কোটি ৬৬ লাখ টাকা ছিল। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২১টি’র, কমেছে ১০০টি’র ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি’র।