bd thieশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশলী খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারের। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯.৮৩ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৫.৬ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩২.১ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ৩২.১ টাকা থেকে ৩৫.৬ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৬৩ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৫৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.২৪ শতাংশ,

এএফসি এগ্রো বায়েটেকের ৩.১৫ শতাংশ, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.১১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.০১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং এর ২.৯৮ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.৯২ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।