erameral oilশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের ব্যবধানে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩ দশমিক ৫৯ শতাংশ।

ডিএসই’র সুত্রে জানা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিটি প্রতিদিন ১২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকার। দ্বিতীয় স্থানে থাকা সাউইস্ট ব্যাংক লিমিটেড ১২ দশমিক ৫০ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৬৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকা। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেলটা ব্র্যাক হাউজিং লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্যাক্টোরিজে ১০ শতাংশ, আজিজ পাইপসে ৯ দশমিক ৪৭ শতাংশ, আরামিটে ৭ দশমিক ৭৬ শতাংশ, কে অ্যান্ড কিউতে ৭ দশমিক ১০ শতাংশ, ওয়াতা কেমিক্যালসে ৬ দশমিক ৮২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সে ৫ দশমিক ৮৮ শতাংশ ও আরামিট সিমেন্টে ৫ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।