শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশেন-বিএসসি দীর্ঘ দিন পর ফের নেতৃত্ব ফিরেছে। কোম্পানিটির শেয়ার আজ লেনদেন ও দামে নড়েচড়ে বসেছে। শেয়ারটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে। দামের দিক থেকেও শেয়ারটি ছিল আজ ইতিবাচক প্রবণতায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এক সময় বিএসসি পুঁজিবাজারে নেতৃত্বে দিয়েছে। মৌলভিত্তির কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আলাদা ক্রেজও ছিল। কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে কোম্পানিটির শেয়ার লেনেদেনের শীর্ষ তালিকা থেকে হারিয়ে যায়। তারপর দীর্ঘদিন নিরবে-নিভৃতে থেকেছে। আজ আবার শেয়ারটি লেনদেনের নেতৃত্বে ফিরেছে। কোম্পানিটির শেয়ার লেনদেনের নেতৃত্বে ফেরাকে বাজার সংশ্লিষ্টরা ইতিবাচক হিসাবেই দেখছেন।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। তবে দীর্ঘ এক মাস পর ফু-ওয়াং ফুডকে টপকিয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বিএসসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৭৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।