শেয়ারবার্তা ২৪ ডটকম: বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে জনপ্রিয় গণমাধ্যম ব্লুমবার্গের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে প্রচার-প্রচারণা চালাতে চায় কমিশন। বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনার প্রক্রিয়ায় ব্লুমবার্গকে সম্পৃক্ত করার সম্প্রতি আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বিএসইসি।

প্রতিষ্ঠানটির দরপত্রে বলা হয়েছে, বিএসইসি পুঁজিবাজারে বিদেশী নাগরিকদের বিনিয়োগে আকৃষ্ট করতে এর সম্ভাবনা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির তথ্য তুলে ধরতে চায়। বর্তমানে বিএসইসি দীর্ঘমেয়াদি অর্থায়নের মূল উৎস হিসেবে পুঁজিবাজারকে গড়ে তোলার জন্য কঠোর প্রয়াস চালাচ্ছে। বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে কমিশন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে সুকুক, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ও ইমপ্যাক্ট ফান্ডের মতো নতুন পণ্যের প্রচলন করতে যাচ্ছে, যা বিনিয়োগের ক্ষেত্রকে আরো বৈচিত্র্যময় করবে।

দেশের পুঁজিবাজারে শিগগিরই ডেরিভেটিভস অন্তর্ভুক্ত হবে। বিএসইসি ‘দ্য রাইজিং অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ ব্যানারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবসায়িক গণমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী প্রচারণার মাধ্যমে বৈচিত্র্যময় বিনিয়োগকারীদের কাছে পৌঁছতে চায়।

এই কর্মসূচির আওতায় ব্লুমবার্গ টিভি, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা হবে। ১৬ মাসব্যাপী এ কর্মসূচি চলাকালীন ব্লুমবার্গ তাদের ওয়েবসাইটে বাংলাদেশকে নিয়ে একটি কনটেন্ট হাব তৈরি করবে।

বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের উত্থান ও এর পুঁজিবাজারের ভালো রিটার্নের পাশাপাশি আকর্ষণীয় বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরতে এরই মধ্যে নিজস্ব উদ্যোগে বিএসইসি এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে রোড শো আয়োজনের পরিকল্পনা করেছে। বিএসইসি প্রত্যাশা করছে, এসব রোড শোর তথ্য ব্লুমবার্গ প্রচার করবে এবং এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে উপস্থাপন করা সম্ভব হবে।

দেশের স্বনামধন্য বিপণন ও যোগাযোগ সংস্থাগুলোর সহায়তায় ব্লুমবার্গ মিডিয়ায় প্রচার-প্রচারণার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করতে চায় বিএসইসি। এক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান ব্লুমবার্গ-সংক্রান্ত প্রাথমিক সেবা প্রদানকারীর ভূমিকায় থাকবে। নির্ধারিত পোর্টালের মাধ্যমে রোড শোর নিবন্ধন, হালনাগাদ তথ্য, আসন্ন অনুষ্ঠান এবং যেকোনো ধরনের প্রশ্ন ও উত্তর দেয়ার ব্যবস্থা থাকবে এতে।

পোর্টালে টিভি, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমের জন্য ব্লুমবার্গের তৈরি করা কনটেন্ট প্রচার ও উপস্থাপন করা হবে। আগ্রহী প্রতিষ্ঠানকে ১৬ আগস্ট বিকাল ৪টার মধ্যে দরপত্র সংগ্রহ করে ১৭ আগস্ট বেলা ২টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। একইদিন বেলা ৩টায় দরপত্র খোলা হবে।