muhit lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ২০২০ সালের মধ্যে দেশে একটি শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে। ওই সময়ে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচিত হবে। তারপর আমরা নতুন জগতে চলে যাবো। গতকাল ধানমন্ডির মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।
অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আমাদের একটা শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে। যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে আগ্রহ নিতে পারবো।

মাত্র ৩ বছর বাকি; এর মধ্যেই পুঁজিবাজার শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আমরা সঠিক পথেই চলছি। যদি আরও কিছু পরিবর্তন আমরা করতে পারি, তবে এ দশকে মানে ২০২০ সালের মধ্যেই আমাদের অনেকগুলো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ২০ বছরে আমাদের দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামেনি। এ রকম রেকর্ড খুব কম দেশেরই রয়েছে।
মাইডাস সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আশির দশকে এনজিও হিসেবে কার্যক্রম শুরু করেছিল মাইডাস। তখন বিদেশের আর্থিক সহযোগিতায় চলতো এ প্রতিষ্ঠান। এখন মাইডাসের নিজস্ব সম্পত্তি রয়েছে। তারা এখন স্বাবলম্বী- এটা খুবই প্রসংশনীয়। ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাইডাস ফাইন্যান্স।

মাইডাস ইনভেস্টমেন্ট লিমিডেটের চেয়ারম্যান পদে রয়েছেন মাইডাস ফাইন্যান্সিংয়ের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড সফল উদ্যোক্তা সৃষ্টিতে নিরন্তর চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে এ যাত্রা ১৬টি মাইলফলক অতিক্রম করেছে। সুদীর্ঘ ১৬ বছর ধরে উদ্যোক্তাদের প্রকৃত বন্ধু হিসেবে আর্থিক সেবা ও সহায়তা দিয়ে দেশের আর্থ-সামাজিক অবস্থার সুদৃঢ় কাঠামো বিনিমার্ণে সক্রিয় ভূমিকা রেখেছে।

রোকেয়া আফজাল রহমান বলেন, এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির আরেকটি কার্যকর ও জনপ্রিয় ক্ষেত্র পুঁজিবাজারে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।