bd-comশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডির এ্এমএম কনভেনশন সেন্টরে এ সভা অনুষ্ঠিত হয়।  গত অক্টোবরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ চলতি বছরের (জুন, ১৬) জন্য ১২শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। আজকের সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

বিডিকম অনলাইন লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৪২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৮ পয়সা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক এস.এম গোলাম ফারুক আলমগীর, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ, প্রধান অর্থ কর্মকর্তা মো. রবিউল আলম চৌধুরী, কোম্পানি সচিব এ.কে.এম কুতুব উদ্দিন প্রমুখ।