nbl-bankশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে টার্নওভার তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বিগত দুই বছরের মধ্যে গতকাল সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গেল প্রায় দুই বছর যাবত কোম্পানিটির শেয়ার দর ছিল ফেসভ্যালুর (১০টাকা) নিচে ছিল। তবে,

আজ  দিনশেষে কোম্পানিটির শেয়ার ফেসভ্যালুর উপরে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, গতকাল ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ছিল ৩৬ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা। এসময়কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৯.৮০ টাকা থেকে সর্বোচ্চ ১০.৩০ টাকা পর্যন্ত লেনদেন হয়।

দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ১০.১০ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা উত্থানে অবশেষে ফেসভ্যালুতেই ফিরেছে ন্যাশনাল ব্যাংক। যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। কিন্তু হঠাৎ করে কোম্পানিটির শেয়ার দরে ব্যাপক উত্থান ও বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ার কারন খুঁজে দেখা উচিত নিয়ন্ত্রক সংস্থার।