mutual fund lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে টপটেন লুজার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের তিন কোম্পানির নাম উঠে এসেছে। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ১২ দশমিক ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির গড়ে প্রতিদিন ২০ লাখ ২৯ হাজার ৮৩৩ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান: দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ। ফান্ডটির গড়ে প্রতিদিন ১৩ লাখ ১৯ হাজার ১৬৭ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৭৯ লাখ ১৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটির গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৮২ হাজার ৩৩৩ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলে ১২ দশমিক ২৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপার্ডে ৯ দশমিক ২৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগে ৯ দশমিক ১৯ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ে ৮ দশমিক ৯১ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলে ৭ দশমিক ৮৭ শতাংশ, এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজে ৭ দশমিক ৫৮ শতাংশ এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলে ৭ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে।