stock marketশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তে বড় ধরণের ধাক্কা খেয়েছে বিশ্ব পুঁজিবাজার। শুক্রবার পাউন্ডের দর গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শুক্রবার গণভোটের ফলাফলে ব্রেক্সিট নিশ্চিত হওয়ার পরপরই বৈশ্বিক অর্থ বাজারে টালমাটাল অবস্থা শুরু হয়।

২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর আন্তর্জাতিক অর্থবাজারে সবচেয়ে বড় ঝাঁকুনি দিল ব্রেক্সিট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দিনের শুরুতে ডলারের বিপরীতে পাউন্ডের নাটকীয় দরপতন হয়েছে। পাউন্ডের ইতিহাসে ডলারের বিপরীতে একদিনে সর্বোচ্চ দরপতন হয়েছে।

এক পর্যায়ে পাউন্ডের এর দর ১০ শতাংশ কমে ১ দশমিক ৩৩০৫ ডলারে নেমে আসে। যা ১৯৮৫ সালের পর সর্বোচ্চ দরপতন। ইউরোর বিপরীতে পাউন্ডের দর প্রায় ৭ শতাংশ কমে ১ দশমিক ২০৮৫ ইউরোতে নেমেছে।

পাউন্ডের দরপতনের চাপে ইউরোর দরও ডলারের বিপরীতে কমেছে ৩ দশমিক ৩ শতাংশ, যা ইউরো চালুর পর একদিনে সর্বোচ্চ দরপতন। মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, ২০০৮ সালের আর্থিক সংকটের পর তারা এধরণের মারাত্মক পরিবর্তন আর দেখেননি।