ghclশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটির রোববার সর্বশেষ লেনদেন হয় ৩৯ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ডিএসইতে ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন শুরু করে। কোম্পানিটি ৮৩৬ বারে ৭ লাখ ১৮ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন করে।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকা দরে। কোম্পানিটি ১ হাজার ৩১১ বারে ২৪ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। রোববার শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, বেঙ্গল উইন্ডসর, বিবিএস ও এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।