purabi insuranceশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানোর তালিকার শীর্ষে অবস্থান করছে বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ১০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ লাখ ৭৯ হাজার ৮০০ টাকার শেয়ারের হাত বদল হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

purabi genaralলুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ লাখ ৭৬ হাজার শেয়ারের হাত বদল হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সাভার রিফরেক্টরিজ। সদ্য সমাপ্ত সপ্তাহে এই কোম্পানির শেয়ার দর ১১ দশমিক ৩৫ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি ফুড ১০ দশমিক ৭৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৭ দশমিক ৬৯ শতাংশ, আনলিমা ইয়াং ডায়িং ৬ দশমিক ৯৫ শতাংশ, প্রাইম টেক্স ৬ দশমিক ৩৫ শতাংশ, দুলামিয়া কটন ৬ দশমিক ২৫ শতাংশ, সিটি ব্যাংক ৬ দশমিক ০৩ শতাংশ এবং রহিমা ফুড ৫ দশমিক ৯৭ শতাংশ।