bexmico pharmaশেয়ারবোর্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা তাদের ওষুধ এখন থেকে কুয়েতে রপ্তানি করবে। আগামীকাল থেকেই কুয়েতে কোম্পানির ওষুধ রপ্তানি প্রক্রিয়া শুরু হবে। কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানিতে ইউএসএ, অষ্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা এবং ব্রাজিলের সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন রয়েছে। এবার কোম্পানিটির উৎপাদিত পণ্য কুয়েতে রপ্তানি হবে। এজন্য আগামীকাল বেলা ১২টায় বেক্সিমকো ফার্মা প্লান্ট, টঙ্গি, গাজীপুরে রপ্তানি প্রক্রিয়া চালুর উদ্বোধন হবে।

উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের অ্যাম্বাসেডর আদিল মোহাম্মদ এ এইচ হায়াত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

১৯৮৬ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ১৩ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ২৬ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৫ দশমিক ৭৬ শতাংশ বিদেশি বিনিয়োগকরী এবং ২৪ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।