dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সুচিকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে সুচকের পতন শুরু হলে শেষ পর্যন্ত অব্যাহত থাকে।দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে শেষ হয়েছে আ্জকের দিনের কার্যক্রম। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট  এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১১ পয়েন্ট।

আজ উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৩৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৯৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৫১ লাখ টাকা।

আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৬৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার, আমান ফিড এবং ইসলামী ব্যাংক।

অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি।

আজ সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড,  অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার, ইউনাইটেড এয়ার, জিপিএইচ ইস্পাত এবং বেক্সফার্মা।