dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় অবস্থান করছে ৪টি মিউচ্যুয়াল ফান্ড। তবে এর মধ্যে শীর্ষে অবস্থান করছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটি ইউনিট প্রতি ২০ শতাংশ দর  হারিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডটি গড়ে প্রতিদিন ২০ লাখ ৯ হাজার ৪০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। সে হিসেবে পাঁচ কার্যদিবসে মোট ১ কোটি ৪৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডটির প্রতিটি ইউনিটের দর কমেছে ১৭ দশমিক ৫০ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটির ১ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকার ইউনিট।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডটির প্রতিটি ইউনিটের দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটির ৩২ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ১৬১ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য ফান্ড ও কোম্পানির মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৯৯ শতাংশ, ফস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১২ দশমিক ৬২ শতাংশ, দুলামিয়া কটনে ১১ দশমিক ১১ শতাংশ,

সাইফ পাওয়ারটেকে ৯ দশমিক ৮২ শতাংশ, লাফার্জ সুরমা সিমেন্টে ৮ দশমিক ৯৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে ৮ দশমিক ৩৩ শতাংশ এবং ইনটেক লিমিটেডে ৮ দশমিক ১৩ শতাংশ দর কমেছে।