শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: মঞ্চে নায়িকারা অনেক বিড়ম্বনার শিকার হন। কিছুদিন আগে কলকাতার নায়িকা শুভশ্রী এক মঞ্চে গিয়ে শ্লীলতাহানীর শিকার হয়েছিলেন। সেই সময়ে ওই ঘটনা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার আবারও মঞ্চে গিয়ে বিড়ম্বনার শিকরা হলেন আরেক নায়িকা।
হঠাৎ করেই এক যুবক তাকে জড়িয়ে ধরেছে সবার সামনে। সম্প্রতি চীনের গুয়াংঝাউ রাজ্যে এ অপ্রীতিকর ঘটনার শিকার হন দেশটির নায়িকা ক্রিস্টাল লিউ। তিনি লিউ ইয়েফেই নামেই বেশি পরিচিত।
জানা গেছে, সম্প্রতি ক্রিস্টাল লিউ তার আগামী ছবি ‘নাইট পিকক’র প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে ভক্তদের নানা আবদার মঞ্চ থেকেই পূরণ করছিলেন তিনি। সেখানে হঠাৎ এক যুবক দৌড়ে মঞ্চে উঠে জড়িয়ে ধরেন লিউকে। এই ঘটনায় বিস্মিত হয়ে যান সবাই। তবে তেমন কোনো আঘাত পাননি ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
এমন অপ্রীতিকর পরিস্থিতির জন্য ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লিউয়ের কাছে ক্ষমা চেয়েছে। এদিকে ঘটনার পরে পুলিশ ওই যুবককে আটক করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে বলে খবরে বলা হয়েছে।