শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হাজী মোহাম্মাদ আরশেদ আলী ব্যাংকের ২ লাখ ১৯ হাজার ৬৮৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মোহাম্মাদ আরশেদ আলীর কাছে ব্যাংকের মোট ১০ লাখ ৫ হাজার ৫৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার মুল্যে ২ লাখ ১৯ হাজার ৬৮৯টি শেয়ার বিক্রি করবেন। উল্লেখ্য, বুধবার ওয়ান ব্যাংকের শেয়ার সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হচ্ছে। ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।