শুক্রবার সারাদেশে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বজ্রপাতে শুক্রবার সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে তিনজন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে দুইজন, টাঙ্গাইলে দুইজন, কিশোরগঞ্জে দুইজন, ধামরায়ে দুইজন এবং চট্টগ্রাম, গাজীপুর, যশোর ও চাঁদপুরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে দিন বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে পাঠকদের জন্য তুলে ধরা হলো:
রাজবাড়ী : বজ্রপাতে কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন ব্যাপারী (৪০), ভাগলপুর গ্রামের জাহের আলী শেখ (৪৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ ব্যাপারী পাড়ার সোবহান সরদার (৫০)।
এলাকাবাসী জানায়, বিল্লাল বেলা দেড়টার দিকে খেতে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর জাহের আলী দুপুরে তার খেতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
গোয়ালন্দে মৃত সোবহান সরদারের ছোট ভাই জাকির সরদার জানান, দুপুরে সোবহান খেত থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় বজ্রপাতে আমজাদ আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আমজাদ আলী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কাট্টলী (হালিশহর) বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধামরাই: সাভার ও ধামরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার বাসিন্দা মন্টু মিয়া (২০) এবং ধামরাই উপজেলার বালিয়া ইউয়নের বাস্তা নয়াচড়া এলাকার আক্কাস আলীর ছেলে মনির হোসেন (১৮)।
কিশোরগঞ্জ: তাড়াইল উপজেলার ধলা ও ইটনা উপজেলার শিমুলবাগে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, তাড়াইলের ধলা ইউনিয়নের ধলা গ্রামের আরমান মিয়া (২৮) ও ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে তারু মিয়া। নিহত আরমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগড়া মোজাফফ্ফরপুর গ্রামের নূর ইসলামের ছেলে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আরমান তাড়াইলের ধলা গ্রামে তার শ্বশুর লালমিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আরমান। অপরদিকে, ইটনার শিমুলবাগে আগরফা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তারু মিয়া (৩৮)।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। দুইজনই টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
জয়পুরহাট: জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়।
সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বেলা ১১টার দিকে সতিঘাটা মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সতিঘাটা গ্রামের রফিকুল ইসলাম (৩৩)। রফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে ক্ষেতলাল থানার এসআই রশিদ ভদ্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে ধান কাটার সময় মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে।
নওগাঁ: নওগাঁর পোরশা ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (১৪) নামে কিশোর ও শচীন মুহুরী (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। পোরশা থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলজার হোসেনে ছেলে ইব্রাহিম সকাল ১০ টার দিকে বাড়ি সংলগ্ন হেলিপ্যাপ এলাকায় আম কুড়াচ্ছিল।
এ সময় বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ধনজইল গ্রামের ভগবান মুহুরীর ছেলে শচীন মুহুরী। সুনামগঞ্জ: জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
যশোর: বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে যশোরে বজ্রপাতে ইয়ার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম (৬৫)। শুক্রবার বিকেলে যশোর শহরতলীর সুজলপুরে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার আলী ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে।
চাঁদপুর: মেঘনার মোহনায় বেলা সাড়ে ১২টায় বালিভর্তি কার্গো জাহাজ নসিব-২ এর ওপর বজ্রপাতে শ্রমিক লস্কর নবীর হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। নিহত নবীর হোসেন কমলনগর উপজেলার চরফোরকান গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
গাজীপুর: কালিয়াকৈরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুভাষ চন্দ্র (৬০) কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন সোলাটি গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছিম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।