জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো শহরে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, সোমবার ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে ওই শহরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সরকারী সংবাদমাধ্যম এনইচকে বলছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতি ও শুক্রবার দুই দফা ভূকম্পনে জাপানে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১০ হাজার মানুষ। এছাড়া এ ঘটনায় গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। ভূমিকম্পের আশঙ্কায় আড়াই লাখ মানুষকে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে দেশটির আবহাওয়া সংস্থা আরো ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করে দেয়। এদিকে, ভুমিকম্পে জীবিতদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ৩০ হাজার উদ্ধারকারী সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এনএইচকে বলছে, ভূমিকম্পের পর এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন।