পোপ প্রথম ফ্রান্সিসের গাড়িতে সম্প্রতি অনেকেই দেখতে পেয়েছেন এক রহস্যময় ব্যক্তির অবয়ব। মেক্সিকো সফরকালে ‘পোপমোবাইল’ বলে পরিচিত এই গাড়িতে পোপ ফ্রান্সিসের ঠিক পিছনেই বসে থাকতে দেখা গেছে তাকে।
অবয়ব দেখে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলে ফেলেন, তার সঙ্গে প্রাক্তন পোপ দ্বিতীয় জন পলের হুবহু সাদৃশ্য রয়েছে। এমন কথাও চাউর হয়ে যায়, প্রাক্তন পোপ বর্তমান পোপকে রক্ষা করছেন, তাকে সঙ্গ দিচ্ছেন। দ্রুত ছড়িয়ে পড়ে জন পলের ‘প্রেতাত্মা’র সংবাদ। একটি ভিডিও কিল্পে দেখাও যায় তাকে।
অতিলৌকিক কাণ্ড নিয়ে সবাই যখন মাতোয়ারা, তখন কেউ কেউ খেয়াল করেন, সেই অবয়বকে যতটা ভৌতিক বলে মনে করা হয়েছিল, ততটা ভৌতক তা নয়। আসলে মেক্সিকোর কার্ডিনাল সুয়ারেজ ইন্ডা-ই সেই রহস্যময় ব্যক্তি। গাড়ির গতি, আলো ইত্যাদি কারণেই তাকে অতটা ‘ভৌতিক’ দেখিয়েছে।
পাঠকদের জন্য সেই ভিডিওটি দেওয়া হলো-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_9sMRGnwT_w