শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: শনিবারের বড় ধরণের ভূমিকম্পের পর জাপানের দক্ষিণ অঞ্চলে ফুকুকা শহরের রাস্তায় রহস্যময় ফেনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করছেন রাস্তার নিচের পাইপ ফেটে এমনটি হয়ে থাকতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। অনেকেই মনে করছেন, ভূমিকম্পের সঙ্গে যুক্ত রয়েছে এই ফেনার কোনো দিক দিয়ে। স্থানীয় লোকজনদের ফেনা সরিয়েই রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। এছাড়া ভূমিকম্পের পর জাপানের একটি আগ্নেয়গিরি থেকে অল্প পরিমাণে অগ্ন্যুৎপাতের খবরও পাওয়া গেছে।
শনিবার জাপানের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৩। ভবনের নিচে আটকে পড়া নাগরিকদের উদ্ধারকাজ এখনো চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পারমাণবিক পর্যবেক্ষক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের বিপদসংকেত পায়নি তারা। সূত্র- ম্যাশবল।