শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: প্রধানমন্ত্রীর ভাগ্নি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রিজওয়ানা সিদ্দিক টিউলিপ কন্যা সন্তানের মা হয়েছেন। ফুলের নামে নিজের মেয়ের নামও রেখেছেন তিনি। তার কন্যার নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি। শনিবার এক টুইট বার্তায় রিজওয়ানা সিদ্দিক টিউলিপ লিখেন, ক্রিস পার্সি ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজালেয়া জয় পার্সির জন্মের ঘোষণা দিচ্ছি।
টুইট বার্তায় তিনি আরও জানান, লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। এ ছাড়া তিনি রয়্যাল ফ্রি হাসপাতালের কর্মীদেরও সেবার প্রশংসাও করেন যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য।
২০১৫ সালের সাধারণ নির্বাচনে টিউলিপ লেবার দল থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। পরে ছায়া মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি হিসেবেও মনোনীত হয়েছেন তিনি। ২০১৩ সালে টিউলিপ সিদ্দিক সেন্ট জনস পার্সির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর ছিলেন।