Norendro Modi
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তায় চা খেয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে সভায় গেলেন। মোদীকে এতদিন দলিতবিরোধী বলে যে অভিযোগ করে আসছিল বিরোধীরা সে ধারণা পাল্টে দিতে বুধবার এভাবে সেখানে যান তিনি।
মোদী প্রথমেই অনুষ্ঠান মঞ্চের পাশে সাজানো বাবু ভাইয়ের চায়ের দোকানে স্থানীয় রিকশাওয়ালা, শ্রমিক, মজুরদের সঙ্গে আড্ডায় বসেন। এ সময় যোগ দেন অরুণ জেটলি, রাজ্যপাল রাম নাইক।
এই অনুষ্ঠানেই ৫ হাজার ১০০ জনকে ই-রিকশা দেয়া হয়। এই সব‘ইলেক্ট্রনিক’ বা ই-রিকশা মোবাইলের ওলা-অ্যাপস থেকেই ডেকে নেয়া যায়। ভাড়া মিটিয়ে দেয়া যায় মোবাইলের ফ্রিচার্জ অ্যাপ থেকে।
মোদীও তাই করলেন। মোবাইল থেকে ‘রিকশা’ ডেকে মন্ত্রী তাতে চড়েই মঞ্চে পৌঁছান। তারপর ভাড়াও মেটালেন অ্যাপ থেকে। রিকশার সঙ্গে রেডিও-ও দেয়া হলো বিনামূল্যে, যাতে সকলে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনতে পারেন। উত্তরপ্রদেশে পাঁচ ভাগের এক ভাগ ভোটার হচ্ছে দলিত সম্প্রদায়ের। এই ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন মোদী।