শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বর্তমান পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি থেকে উত্তরন ও বাজার স্থিতিশীল ও স্বাভাবিক করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে ট্রেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছে।
সোমবার বিকেলে সিএসই চেয়ারম্যান ড: মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে ঢাকাস্থ সিএসই কার্যালয়ে ট্রেকহোল্ডারদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পুঁজিবাজারের অবস্থা তা থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিএসই-র সার্বিক উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সিএসই এখন থেকে প্রতি মাসের শেষ বুধবার নিয়মিত ভাবে সিএসই ট্রেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করবে। সভায় সিএসই-র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম ফারুক এবং ঢাকায় অবস্থিত ট্রেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।