র্যাডিসনে এ্যাপোলো হাসপাতালের রোড শো অনুষ্ঠিত
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের লক্ষে এসটিএস হোল্ডিংস (এ্যাপোলো হাসপাতাল) এর রোড শো আজ সন্ধায় রাজধানীর হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হয়। বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা সংগ্রহের লক্ষে এ্যাপোলো কর্তৃপক্ষ এ রোড শো’র আয়োজন করে।
রোড শো অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক, বীমা কোম্পানিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হন। তাদের লক্ষে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ কোম্পানিটির ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন।
কোম্পানির এই রোড শোতে অংশগ্রহন করছে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমাকোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান সমূহ।
এক প্রশ্নের জবাবে ইস্যু ম্যানেজার এএফসি কেপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মাহবুব এইচ মজুমদার বলেন, ‘৩টি কারণে এ্যাপোলো হাসপাতাল শেয়ারবাজারে আসছে। এরমধ্যে অন্যতম শেয়ারবাজারে আসলে যে কর সুবিধা পাওয়া যায় তা গ্রহণ।
পুঁজিবাজারে আসলে কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়ে এটাও একটি কারণ। এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ি, কোন কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা হলে পুঁজিবাজারে আসা বাধ্যতামূলক আছে। এ হিসাবে এ্যাপোলো হাসপাতালের ৫০ কোটি টাকার বেশি হওয়ায় শেয়ারবাজারে আসতে হচ্ছে।’
১৫০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ২০১৫ সাল শেষে শেয়ারপ্রতি ৪৮.৫৭ টাকার সম্পদ রয়েছে। এ বছরে কোম্পানিটি ৩৭ কোটি ৫৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২.৪৯ টাকা মুনাফা করেছে। একই বছরে কোম্পানিটির নীট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩.৬২ টাকা।
অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান ভগওয়ান ডব্লিউ কুনদনমাল, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মুনির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এছাড়া ১ মার্চ ইস্যু ব্যবস্থাপক ও রেজিস্ট্রার টু দ্য ইস্যু প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে এসটিএস হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএফসি ক্যাপিটাল লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যু হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
জানা গেছে, দেশের বেসরকারি খাতে প্রথম আন্তর্জাতিক মানের হাসপাতাল এ্যাপোলো হসপিটালস ঢাকা এসটিএস হোল্ডিংস লিমিটেডের একটি উদ্যোগ। কোম্পানিটিকে আইপিওতে আনতে যৌথভাবে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।
রেজিস্টার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। ইস্যুয়ার কোম্পানি হিসেবে রয়েছে এসটিএস হোল্ডিংস লিমিটেড। প্রসঙ্গত, গত ১ মার্চ মঙ্গলবার আইসিবি বোর্ড রুমে কোম্পানিটির সঙ্গে ইস্যু ম্যানেজারদের সংক্রান্ত চুক্তি সই হয়।