শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকায় শীর্ষস্থানে আছেন মার্কিন উদ্যোক্তা জেফ বিজোস। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তৃতীয় স্থানে আছেন মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
বৃহস্পতিবার খ্যাতনামা ফরচুন ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষ ৫০ জন ব্যক্তির নামের এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় চতুর্থ স্থান থেকে পর্যায়ক্রমে রয়েছেন পোপ ফ্রান্সিস, টিম কুক, জন লিজেন্ড, ক্রিস্টেয়ানা ফিগুয়েরার্স, পাউল রায়ান, রুথ বাদের গিন্সবার্গ প্রমুখ।