রাজধানীর উত্তরার পূর্ব এলাকায় মো. হাবিব (২৪) নামে এক ব্যক্তির মরদেহ রেখে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। হাবিব চাঁদপুর নতুনবাজার মধ্যছারি গ্রামের বেলাল হোসেনের ছেলে। শনিবার উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর মিয়া বিষয়টি জানান।
তিনি বলেন, স্ত্রী পরিচয়দানকারী পারভীন হাবিবকে ফুড পয়জনিংয়ের কারণে স্থানীয় নর্স্টাম হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঢামেক না গিয়ে মরদেহ নিয়ে চাঁদপুর যাওয়ার পথে চালককে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান পারভীন।
এরপর চালক অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আবার নর্স্টাম হাসপাতালে ফিরে যান। পরে ডাক্তারদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।