ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ ফাইনালে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। রোববার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক থেকে বাংলাদেশ এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৫৪টি। এর মধ্যে ৫ ম্যাচে ছিলেন না মুশফিক। বাকি ৪৯টিতেই খেলেছেন তিনি। এই ৪৯ ম্যাচে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ ইনিংস ৫০, ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এর পর সেরা পাঁচে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ (৪৫), তামিম ইকবাল (৪৫) ও মাশরাফি বিন মুর্তজা (৪১)। বাংলাদেশ ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে জিতেছে ১৮টি। যার ৫টিই এসেছে শেষ ৮ ম্যাচে।