নেত্রকোনা, শেয়ারবার্তা ২৪ ডটকম বিষয়টি অবিশ্বাস হলে সত্যি যে জ্বালানি খরচ ছাড়াই চলবে নেত্রকোনার তরুণ ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান শরীফের পরিবেশবান্ধব ই–বাইক। সোলার প্যানেলের মাধ্যমে চলা নতুন ধরণের এ বাইকের আবিস্কারক আতিকুল নেত্রকোনা শহরের কাজী রোডের মিজানুর রহমানের ছেলে।
আতিকুর রহমান শরীফ জানান, ছোট বেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছে তার। সে ইচ্ছেটাই এবার সফল হলো। তার আবিষ্কৃত ই-বাইকটি কোন প্রকার কার্বন ডাই অক্সাইড ছড়ায় না। শব্দও উৎপন্ন করে না। তাই বায়ু ও শব্দ দূষণের সুযোগ নেই।
শরীফ জানান, জ্বালানি হিসেবে সোলার প্যানেলের সাহায্যে চলবে তার এই বাইক। একবার ফুলচার্জ হলে ১২০-১২৫ কি.মি. চালানো যাবে। যখন সৌরশক্তি থাকবে না তখন বিদ্যুতের মাধ্যমে এটি চার্জ করা যাবে। ই-বাইকটি ঘণ্টায় ৮৫-৯০ কি.মি. গতিতে চলবে। ছোট ও পাতলা সোলার প্যানেলগুলো একত্রে ই-বাইকের সাইড বক্সে বহন করা যাবে।
সামনের চাকা হাইড্রোলিক এবং পিছনের চাকা ড্রাম ব্রেক। একবার চার্জ করতে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হবে, যার মূল্য ৭ টাকা থেকে ১০ টাকা। অর্থাৎ ১০ টাকায় চালানো যাবে ১২০ থেকে ১২৫ কিলোমিটার। আর সূর্যের আলো থাকলে তো সেটাও দরকার হবে না। ই-বাইকটি উৎপাদন খরচ পড়বে ৬০ থেকে ৭০ হাজার টাকা।