স্টাফ রিপোর্টার : ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানির বিশেষ সূত্র বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ এপ্রিল এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ফেব্রুয়ারি।
ফলে কোম্পানিটির শেয়ার লেনদেন ‘জেট’ ক্যাটাগরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।