শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় ওঠে এসেছে। কোম্পানিগুলো হলো: প্যাসিফিক ডেনিমস, কেডিএসই এক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, কাট্টলী টেক্সটাইল, আমরা টেকনোলোজিস এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যাসিফিক ডেনিমস: বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে প্যাসিফিক ডেনিমস। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৪.৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ১০২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৩.১২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৮ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৪ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কেডিএসই এক্সেসরিজ: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে কেডিএসই এক্সেসরিজ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৭.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৭৮ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ২ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৮.৪০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৫ টাকা ২০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৭৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৯২ লাখ ৫২ হাজার ৯০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ম্যাকসন্স স্পিনিং: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ৬ নম্বরে অবস্থান করছে ম্যাকসন্স। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৬.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ১৭৫ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৭.১৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ২ কোটি ৪২ লাখ ১২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ২ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৮.৪০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৫ টাকা ২০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৭৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৯২ লাখ ৫২ হাজার ৯০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইভিন্স টেক্সটাইল: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ৭ নম্বরে অবস্থান করছে ইভিন্স টেক্সটাইল। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৬.৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ২২ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫.৩৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৭০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট এক কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কাট্টলী টেক্সটাইল: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ৮ নম্বরে অবস্থান করছে কাট্টলী টেক্সটাইল। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৬.০৩ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৩৬ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫.৯০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৪০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৩ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আমরা টেকনোলোজিস: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ৯ নম্বরে অবস্থান করছে আমরা টেকনোলোজিস। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৩.৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৮১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৬.৪৫ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ২০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট এক কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রূপালী ইন্স্যুরেন্স: বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার ১০ নম্বরে অবস্থান করছে রূপালী ইন্স্যুরেন্স। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৩.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ১২১ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ৯ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৩.১১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৩ কোটি ৪৪ লাখ ২৪ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।