শেয়ারবার্তা ২৪ডটকম, ঢাকা: পুঁজিবাজার দরপতনের পেছনে মুল কারন গুজব বলে মনে করছেন অর্থমন্ত্রী। গুজবের কারণে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রতিদিন যে পুঁজিবাজারের সূচক নিম্নমুখী হচ্ছে, এটাও একটি রিউমার বা গুজব। পুঁজিবাজারে একেকটা রিউমার আসে, এটা বহুদিন চলে। আবার স্থিতিশীল হয়। এবার এর রিউমার কদিন পর স্টেবল (স্থিতিশীল) হবে তা জানি না।’

গত বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে পুঁজিবাজারের পতন নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আজকেও (গতকাল) একটি পত্রিকায় দেখলাম, পুঁজিবাজার থেকে সব বিদেশি বিনিয়োগ তুলে নিয়ে যাচ্ছে। কারণ তারা ধারণা করছেন, এখানে টাকার অবমূল্যায়ন করা হবে। কিন্তু আমাদের সরকারের কারেন্সি ডিভাল্যুশন করার কোনো পরিকল্পনা নেই। চলতি বাজেটেও এটি ছিল না, আগামী বাজেটেও এ ধরনের কোনো সিদ্ধান্ত থাকবে না।’

তিনি বলেন, আমরা প্রয়োজন ভিন্নভাবে প্রণোদনা দেব। তারপরও আমরা টাকার মান কমাব না। কারণ বাংলাদেশ আমদানি নির্ভর। টাকার মান কমালে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। টাকার মান কমালে অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ আসবে না।