forchun shoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: লেনদেন শুরু প্রথম কার্যদিবসেই চামড়া খাতের ফরচুন সুজ লিমিটেডের ৫৩.৩২ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৯৭.০০ শতাংশ বা ৪৯.৭ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৮.৫০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিএসইতে কোম্পানিটির ৯৪ লাখ ৯৬ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ২২ লাখ ৩৪ হাজার ২৭৮টি শেয়ার হাতবদল হয়। অর্থাৎ গতকাল কোম্পানিটির প্রথম কার্যদিবসের লেনদেনে প্রায় ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ৫৮৬টি শেয়ার হাতবদল হয়।

এর আগে কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করে ফরচুন সুজ। আজ উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ট্রেডিং কোড-FORTUNEÓ।  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর কোম্পানি কোড-২৩৬৩৭ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানি কোড-১৭০১০।

জানা যায়, ফরচুন সুজের লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে গত ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) জমা হয়েছে। অন্যদিকে, উভয় স্টক এক্সচেঞ্জ ও এ কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। তাই এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু করতে আর কোনো ঝামেলা না থাকায় গতকাল থেকে আনুষ্ঠানিক ভাবে লেনদেন শুরু হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট থেকে ২৮ আগষ্ট পর্যন্ত এ কোম্পানির আইপিও সাবস্ক্রিপশন চলে।  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৭৯তম সভায় কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।